চৌগাছায় উদ্যোক্তা পর্যায়ে সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত


স্বপ্নসারথি ডেস্কঃ প্রকাশের সময় : জুন ৪, ২০২৪, ৫:১৭ PM / ১৩৬
চৌগাছায় উদ্যোক্তা পর্যায়ে সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত

পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও শিশু নিলয় ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও প্রকল্পের যৌথ ব্যবস্থাপনায় চৌগাছায় উদ্যোক্তা পর্যায়ে সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুন) সকালে শিশু নিলয়ের চৌগাছা এরিয়া অফিসের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্প ম্যানেজার কৃষিবিদ সোহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের  উপ-পরিচালক মোঃ আসলাম শেখ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু নিলয়ের  প্রকল্পের ফোকাল পার্সন ও উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মকর্তা লিটন হোসেন, জিয়াউর রহমান, সোহেল রানা ও ইকবাল কবির জাহিদ প্রমূখ।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদ্র উদ্যোক্তা মেহেদী হাসান সাগর, আরুল হক, সেলিম রেজা, ইশাদুল ইসলাম, আবু তাহের, হাফিজুর রহমান, বাশারুজ্জামান, ডালিম, শিমু জাহান, কনা আক্তার জুঁই, হিরা অহনাসহ অনেকে অংশগ্রহন করেন।

কর্মশালায় প্রধান অতিথি আসলাম শেখ বিভিন্ন পণ্যের বিএসটিআই সনদ প্রাপ্তির কার্যকারিতা ও বিধিবিধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।