শাহানুর আলম উজ্জ্বল এর একগুচ্ছ ‘জীবন দর্শনে চতুশ্চরণ’


স্বপ্নসারথি ডেস্কঃ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৩, ১০:২৪ PM / ২৪৯
শাহানুর আলম উজ্জ্বল এর একগুচ্ছ ‘জীবন দর্শনে চতুশ্চরণ’

(১)
যারে আমি আপন ভাবি সেতো আপন নয়-
কঠিন পাথরও কালে ক্ষয়ে ক্ষয়ে যায়।
ভালোবাসার চাওয়া পাওয়া আসক্তি যোগ-
প্রাপ্তির চেয়ে হিসেবের খাতায় শুধুই বিয়োগ!
(২)
কী বেদনায় কোন কষ্টে, মন হলো খা খা-
যা দুঃখ ওই আকাশে হাওয়ায় মিলিয়ে যা।
কষ্টগুলো ঠোঙ্গায় ভরে পথের ছবি আঁকি,
আকাশ যেন সত্যি বন্ধু, নির্মোহ সুখে থাকি!
(৩)
চুপথাকা এক ভয়ংকর ভাব, বুঝাটাই খুব মুশকিল-
মনোজগতের ক্রিয়াকাল অদৃশ্যে মারে শতঢিল!
মানব দেহে মুখের সৃষ্টি, সদাতাই কর ব্যবহার-
ভাবের দাও কথা ও ভাষা, মরণে তা ফেরেনা আর!
(৪)
আর ঝোলেনা মাটির ঘরে স্বপ্নবুনন সিঁকে-
স্বপ্নগুলো বন্দি যেন, জাপিতজীবন ফিকে!
স্বপ্নেরও পরিবেশ চাই, সুন্দরতম সাধ-
কত স্বপ্ন হারিয়ে যায়, ওঠেনা কেবল চাঁদ।
(৫)
সুন্দর একটি মন চাই, অনিন্দ একটি মন-
টাকা-পয়সায় মাপা যায়না, মনের সে ধণ।
নির্মহ মনে প্রকাশ ঘটে, ধরণীময় সুন্দর-
যেখানে সোপিবে হৃদয় অকলুষ অন্তর!
(৬)
শরীর এক আনাড়ি, দুরন্তে ছোটা বান-
ভূমি থেকে উর্ধ্ব কেবল ভাঙতে মহান।
দেহরোগ শোকগাঁথায় যদি মুচড়ে পড়ে গতি-
আলোক যান থমকে দাড়ায়, স্তব্ধ জ্যোতি!
(৭)
ভালোবাসায় নিহিত থাকে নীরব উন্মাদনা-
আন্তরিক অভিবাসে অন্তর আরাধনা।
জীবনকে ভালোবাসুন, ব্যাথা অনুভবে-
জগতময় ভালোবাসুন, আনন্দ-সৌরভে।
(৮)
অনন্তকাল নিদ্রা নয়, নিশ্চিহ্ন মৃত্যুপর-
মরণবানে মুছে যায়, জীবিত খবর !
শ্বাস যতক্ষণ প্রাণ সঞ্চারে, জীর্ণতা জং-
বিশ্বব্যাপি ছড়িয়ে দাও কিছুনা কিছু রঙ।
(৯)
পরিজন পরিবারে ভাবের বিনিময়–
সম্পর্ক ভালোবাসায় কখনো হয়না ক্ষয়।
ভাবের মিতালীতে দাদা যদি পড়ে ভাটা–
বিদ্বেষ-বিচ্ছেদ শুধু, হুল ফোটানো কাঁটা !
(১০)
গন্ডতার সীমা ছাড়লে, হিংসিত হয়-
হিংসার অনল দহনে জ্বলেপুড়ে যায়।
কতক মানুষের শুধু এমনই সভাব–
ধীশক্তি সমধিক জ্ঞানের বড়ই অভাব !