সাফিয়া খন্দকার রেখা এর কবিতা ‘আঙুলের চঞ্চলতা’


স্বপ্নসারথি ডেস্কঃ প্রকাশের সময় : মে ৩, ২০২৩, ৯:৪৫ PM / ৫৮
সাফিয়া খন্দকার রেখা এর কবিতা ‘আঙুলের চঞ্চলতা’
ঐখানে থেমে যায় নিমগ্ন আঙুলের চঞ্চলতা
কেঁপে ওঠে সমবেত শোক,
মুখোশের আড়ালের চোখগুলো অবিকল সত্যের মতো।
অনিন্দ্য সুন্দর শিল্পের সংসার
পঙক্তিরা ফোঁটে সদ্যোজাত শিউলি যেনো।
অদ্ভুত আগন্তুক নিঃশব্দ পায়ে হেঁটে
ঢুকে যায় নিঃশ্বাসের ভেতর
বাঁচতে হলে তার চাই ফ্রেশ অক্সিজেন।
প্রমত্ত শব্দরা নিয়ে নেয় শূন্যতার ভার ক্ষমতারও অধিক
শব্দহীন শব্দের আলিঙ্গনে।
প্রাগৈতিহাসিক শব্দের কণাগুলো ঠোঁট স্পর্শ করে বলে ওঠে
স্বপ্নরা বিপন্ন হলে কাঁদতে নেই।
অন্তর্গত সময় সাক্ষী
আমাদের সেইসব দিনরাত্রি ক্রমাগত হেঁটেই চলছে হৃদপিণ্ডের গভীর স্পর্শে
জীবন দিয়ে মৃত্যুকে ঢেকে রাখা সেই হৃদপিণ্ডের দিকেই।
বিচ্ছিন্ন হয়েও কতটা কাছে থাকা যায়
আশ্চর্য এ পরিসংখ্যান যেদিন জানবে
সেদিন কেবল শ্বাসপ্রশ্বাসের ভগ্নাংশ জোড়াতালি দিতেই সময় কেটে যাবে।